সংবাদ কলকাতা: ত্রিস্তর পঞ্চায়েত ও লোকসভা ভোটের আগে বিজেপি উদ্যোগ নিয়েছে উত্তরবঙ্গের সংগঠনকে চনমনে করার। দলীয় সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসের মধ্যে শিলিগুড়িতে আসতে পারেন। সেজন্য বিজেপি প্রস্তুতি নিচ্ছে। একথা জানান, বিজেপির শিলিগুড়ির সাংগাঠনিক জেলার সভাপতি ওরফে মাটিগাড়া ও নকশাল বাড়ির বিধায়ক আনন্দময় বর্মন।
যদিও প্রধানমন্ত্রী আসার ব্যাপারে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, সিদ্ধান্ত হলে জানাব। তৃণমূলকে টেক্কা দিতে শিলিগুড়িতে জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্প শিলান্যাস, হাওড়া থেকে এনজেপি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসকে হাতিয়ার করেছে বিজেপি।
previous post
