25 C
Kolkata
November 2, 2025
রাজ্য

পঞ্চায়েত নয়, লোকসভা নির্বাচনই লক্ষ্য বিজেপির

বর্ধমান: পঞ্চায়েত নির্বাচনে সাফল্য পাওয়ার আশা ছেড়ে দিয়ে লোকসভা নির্বাচনকেই পাখির চোখ করেছে বা বিজেপি। রবিবার পূর্বস্থলীতে বিজেপির কেন্দ্রীয় নেতা তথা অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের নেতাদের সঙ্গে আলোচনায় তা স্পষ্ট হয়ে গেল। বৈঠকে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিত থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি যোগ দেননি।

এদিকে বিজেপি সূত্রের খবর, বিজেপি মনে করে প্রতি বছর পঞ্চায়েত ভোটের রাশ রাজ্যের শাসক দলের হাতেই থাকে। কারণ, যেহেতু কেন্দ্রীয় বাহিনী থাকে না, তার ওপর ইভিএম মেশিনের ব্যবহার হয়না। ব্যালট পেপারে ভোটই একমাত্র ভরসা। এই নির্বাচনে নিরপেক্ষভাবে ভোট হওয়ার সম্ভাবনা প্রায় ক্ষীণ। সেজন্য ওই বৈঠকে কেন্দ্রীয় নেতারা পঞ্চায়েত নির্বাচনকে গুরুত্ব না দিয়ে কর্মীদের লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন।

এজন্য দলের নেতা কর্মীদের ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার পরামর্শ দিয়েছেন। মানুষের সামনে তুলে ধরতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্যের কথা। সেজন্য বুথে বুথে নেতা ও কর্মীদের যাওয়ার নির্দেশ দিয়েছেন শীর্ষ নেতারা।

Related posts

Leave a Comment