27 C
Kolkata
November 1, 2025
কলকাতা

পঞ্চায়েত সমিতির সদস্যের কাছে পাওনা ১৫ লক্ষ টাকা চাইতে গেলে হুমকি

সংবাদ কলকাতা: গত ১৭ই ফেব্রুয়ারির ২০২৩ আলিয়া বেগম নামের এক মহিলাকে নির্বাচনের খরচ বাবদ ১৫ লক্ষ টাকা ধার দিয়েছিলেন ভরতপুর থানার অন্তর্গত বিন্দরপুর গ্রামের বাসিন্দা, লালমুজুদ্দিন শেখ। যার চুক্তিপত্র করা হয়েছিল কান্দি মহকুমা আদালত থেকে। আলিয়া বেগম ভোটে জয়ী হবার পর এখন লালমুজুদ্দিন শেখকে তার প্রাপ্য টাকা দিতে রাজি হচ্ছেন না। অভিযোগ বারংবার আলিয়া বেগমের কাছে ওই ব্যক্তি তার প্রাপ্য ১৫ লক্ষ টাকা চাইতে গেলে তাকে হুমকি দিচ্ছেন বলে আলিয়া বেগম এবং পঞ্চায়েত সমিতিতে জয়ী হবার পর শাসক দলের প্রভাব খাটিয়ে ওই ব্যাক্তিকে বারংবার অভিযোগ উঠছে আলেয়া বেগমের বিরুদ্ধে। যদিও লালমুজুদ্দিন শেখ গত তিন মাস আগে ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু ভরতপুর থানার পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ না করায় আজ ঐ ব্যক্তি আবারো কান্দি মহাকুমা আদালতের দ্বারস্থ হয়েছেন তার প্রাপ্য ১৫ লক্ষ টাকা ফিরে পাওয়ার আশায়। যদিও এই বিষয় নিয়ে আলিয়া বেগমের কোন প্রতিক্রিয়া মেলেনি।

Related posts

Leave a Comment