April 21, 2025
রাজ্য

পঞ্চায়েত নির্বাচনে সিভিক নয়, কেন্দ্রীয় বাহিনী চায় আদালত

সংবাদ কলকাতা, ১২ জুন: পঞ্চায়েত ভোটে সিভিক পুলিশ দিয়ে নির্বাচন পরিচালনায় আপত্তি জানাল কলকাতা হাইকোর্ট (Kolkata Highcourt)। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পরামর্শ দিল। স্পর্শকাতর জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার এই পরামর্শ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। সোমবার নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন এই পরামর্শ দেয় আদালত।

প্রসঙ্গত বিজেপি সহ প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দল অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবি করে আসছে। তারা পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট পরিচালনা সহ মোট পাঁচ দফা দাবি জানিয়ে আসছে। এবিষয়ে হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। আজ, সোমবার সেই মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ সেই দাবিকে সমর্থন জানাল। শুধু তাই নয়, নির্বাচনের দিনক্ষণ নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। সেজন্য আদালত নির্বাচনের দিন পিছানোরও পরামর্শ দিয়েছে। এব্যাপারে আদালত কমিশনকে আগামী ১৪ জুলাই পঞ্চায়েত নির্বাচন করার প্রস্তাব দিয়েছে।

Related posts

Leave a Comment