23 C
Kolkata
December 23, 2024
দেশ

নোট বাতিল নিয়ে মুখ খুললেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগরত্না

হায়দরাবাদ: এবার প্রশ্ন উঠল নোট বাতিল নিয়ে নির্বাচনী বন্ড-বিতর্কের মধ্যেই। হঠাৎই মোদী সরকারের এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য ছিল? গত শনিবার সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগরত্না তা নিয়ে মুখ । সরাসরি প্রশ্ন করলেন, ‘৯৮ শতাংশ বাতিল নোটই রিজার্ভ ব্যাঙ্কের কাছে ফিরে এসেছে। তাহলে কালো টাকা নির্মূল হল কোথায়? কেন্দ্রই বা কীভাবে সেই দাবি করতে পারে? বরং আমার ধারণা, এটা কালো টাকাকে সাদায় পরিণত করারই একটা ভালো পন্থা।’ বিচারপতি আরও বলেছেন, ‘নোট বাতিলের সিদ্ধান্ত আইন মেনে নেওয়া হয়নি। এতটাই তাড়াহুড়ো করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, অনেকেই বলেছিল এই ব্যাপারে অর্থমন্ত্রীও জানতেন না।’ বিচারপতি নাগরত্না এদিন হায়দরাবাদের নালসার আইন বিশ্ববিদ্যালয়ে ‘সংবিধান সম্মেলন, ২০২৪’-এ হাজির ছিলেন। সেখানে বক্তৃতা দিতে গিয়ে নোট বাতিলের প্রসঙ্গ তুলে ধরেন। সুপ্রিম কোর্ট গত বছর এই সংক্রান্ত এক মামলায় কেন্দ্রের সিদ্ধান্ত বহাল রেখেছিল। সিদ্ধান্ত যদিও সর্বসম্মত হয়নি। পাঁচ বিচারপতির বেঞ্চে একমাত্র বিচারপতি নাগরত্নাই নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। সুপ্রিম কোর্টের বিচারপতির এই মন্তব্যের পরই মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। দলের এক্স হ্যান্ডলে অভিযোগ করা হয়েছে, ‘এই বক্তব্যের পর এটা পরিষ্কার যে, নোট বাতিল আসলে মোদি সরকারের একটি সুপরিকল্পিত চক্রান্ত। এটি বিশাল একটি দুর্নীতি। এর মাধ্যমে বিপুল কালো টাকাকে সাদায় পরিণত করা হয়েছে।’
বিচারপতি নাগরত্না এদিন বক্তৃতার সময় রাজ্যপালদের ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন। তিনি বলেন, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, রাজ্যপালরা বিভিন্ন মামলায় জড়িয়ে পড়ছেন, যা কাম্য নয়।

Related posts

Leave a Comment