27 C
Kolkata
August 1, 2025
দেশ

নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, ৩০টি মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ৪২

কাঠমান্ডু, ১৫ জানুয়ারি: রবিবার নেপালের পোখরায় ঘটল ভয়াবহ বিমান দুর্ঘটনা। এখনো পর্যন্ত ৩০ টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকি ৪২ জন এখনো নিখোঁজ রয়েছে। তবে বিমানে থাকা সবাই মারা গেছে বলে মনে করা হচ্ছে। ইয়েতি এয়ারলাইন্সের ATR-72 বিমানটিতে ৬৮ জন যাত্রী ও ৪ জন বিমান কর্মী ছিলেন। যাত্রীদের মধ্যে অনেকেই বিদেশী। বিমানের মধ্যে কোনও ভারতীয় ছিল কিনা সেই ব্যাপারে জানা যায়নি, পোখরা আন্তর্জাতিক বিমানবন্দর আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর নজর রেখেছে প্রশাসন। এই দুর্ঘটনার জেরে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন।

জানা গিয়েছে, বিমানটি কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল। আজ সকাল ১০টা ৩৩ মিনিটে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি যাত্রা শুরু করে। পোখরা বিমানবন্দরে অবতরণের দশ সেকেন্ড আগে বিমানটি বিধ্বস্ত হয়। পুরাতন বিমানবন্দর এবং পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে প্রবাহিত হয়ে চলেছে সেতি গন্ডকি নদী। সেই নদীর তীরে একটি বনভূমি পেরনোর সময় বিমানটিতে আচমকা আগুন ধরে যায়। এরপর সেটি বিধ্বস্ত হয়ে খাদে পড়ে।

খবর পেয়ে উদ্ধার কাজে ছুটে আসে দমকল ও সেনাবাহিনী। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে সহযোগিতা করেন। এদিন সকাল ১০.৩০ নাগাদ কাঠমাণ্ডু থেকে পোখরার উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানার জন্য বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

Related posts

Leave a Comment