November 2, 2025
খেলা

নেটপাড়ায় বিরাট বনাম শুভমান ভক্তদের পাল্টা আক্রমণ

সংবাদ কলকাতা: গতকাল আরসিবি ভক্তরা গুজরাটের কাছে হার হজম করতে পারেনি। রবিবার ঘরের মাঠে হেরে আইপিএলের প্লেঅফে যাওয়ার সুযোগ হারিয়ে হাত-পা কামড়াচ্ছেন তাঁরা। আর সেই ঝাল মেটাতে এবার সোশ্যাল মিডিয়ায় প্রতিদ্বন্দ্বী দলের শুভমান গিলকে তীব্র আক্রমণ করল আরসিবি ভক্তরা। এদিন বিরাট কোহলি একটি ঝকঝকে সেঞ্চুরি উপহার দিলেও পাল্টা সেঞ্চুরি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন শুভমান গিল।

ফলে কোহলির সেঞ্চুরি সত্ত্বেও আরসিবি-র লড়াই বিফলে যায়। এরফলে শুভমানকে সোশ্যাল মিডিয়ায় নানাভাবে আক্রমণ করতে শুরু করেন আরসিবি-র নেটপাড়ার সদস্যরা। তাঁকে নিয়ে বিভিন্ন কুরুচিকর মন্তব্যও করেন অনেকে। এমনকি তাঁর বোন শাহনীল গিলকে সামাজিক মাধ্যমে হেনস্তা করে নেটপাড়ার আরসিবি ভক্তরা। জানা গিয়েছে, গুজরাটের জয়ের আনন্দের কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন শুভমানের বোন। আর সেটা সহ্য করতে না পেরে বিরাট ভক্তরা শাহনীল গিলের উদ্দেশ্যে নানা কুরুচিকর মন্তব্য করে। এর প্রতিবাদ জানান নেটপাড়ার শুভমান ভক্তরা।

Related posts

Leave a Comment