29 C
Kolkata
August 2, 2025
রাজ্য

নিয়োগ দুর্নীতি মামলায় দু-জন মহিলা সহ ১২ জনের নামে চার্জশিট CBI-এর

সুমন মল্লিক, ২৬ অক্টোবর: নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের দূর্নীতি মামলায় একটি অতিরিক্ত চার্জশিট জমা দেয় CBI। এই চার্জশিটে নাম রয়েছে দুজন মহিলা সহ ১২ জনের। তালিকার প্রথমেই আছেন প্রাক্তন উপদেষ্টা কমিটির সভাপতি শান্তি প্রসাদ সিনহা। এছাড়া অশোক সাহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় বন্দোপাধ্যায়ের নাম রয়েছে। নাম রয়েছে SSC প্রোগ্রামিং অফিসার পর্না বসু এবং একজন প্রাইভেট পার্সন জুঁই দাসের। এরা সকলেই SSC দুর্নীতির সঙ্গে যুক্ত বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Related posts

Leave a Comment