April 7, 2025
রাজ্য

নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো অভিনেত্রীর সিনেমা দেখতে চান বিচারপতি

সুমন মল্লিক, সংবাদ কলকাতা: রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ গ্রেপ্তার হওয়ার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এবার সেই মামলায় নাম জড়ালো টলিউডের এক অভিনেত্রীর। অভিযোগ ঐ অভিনেত্রীকে কুন্তল ঘোষ কোটি কোটি টাকা দিয়েছে। পাশাপাশি তিনটি ছোট ছোট ফ্ল্যাট কিনে দিয়েছে কুন্তল। যেগুলি ভেঙে তৈরি করা হয়েছে একটি বড়ো মাপের ফ্ল্যাট। যার আসবাবপত্র কেনার জন্য খরচ হয়েছে আরও কয়েক কোটি টাকা।
এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে কুন্তল ঘোষকে নিয়ে শুনানি চলাকালীন হঠাৎই বিচারপতি ঐ অভিনেত্রীর প্রসঙ্গ টেনে আনেন। তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেন, তাঁরা যেন যত তাড়াতাড়ি সম্ভব ঐ অভিনেত্রীর বিষয়ে তদন্ত করেন। এবং যত দ্রুত সম্ভব তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দেন।
এপ্রসঙ্গে তিনি বলেন, শুনেছি কোনও এক অভিনেত্রী নিয়োগ দুর্নীতির অর্থে তিনটি ফ্ল্যাট কিনে সেগুলি ভেঙ্গে নতুন করে একটি বড় ফ্ল্যাট তৈরি করেছেন। আমি তাঁকে দেখতে চাই। তাঁর সিনেমাও দেখতে চাই। শুনানি চলাকালীন ইডি আদালতকে জানায়, কুন্তলের বাড়ি থেকে বেশ কিছু OMR শিট-এর কার্বন কপি পাওয়া গিয়েছে। যা শুনে রীতিমতো ক্ষুব্ধ হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এপ্রসঙ্গে পর্ষদের আইনজীবীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘পর্ষদ কী করবে? পরীক্ষার্থী দ্বিতীয় কপি নিয়ে চলে গিয়েছেন কারও বাড়িতে। এখানে পর্ষদের কী করার আছে?’ তিনি আরও জানান, ‘আমাদের তরফ থেকে কোনও খামতি নেই। আমাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।’

Related posts

Leave a Comment