খড়িবাড়ি, ৮ আগস্ট: খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে নিষিদ্ধ কাপ সিরাপ সহ গ্রেফতার ১ ব্যক্তি। ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির গৌরসিং জোতে। ধৃত উৎপল দাস (২৬), গৌড়সিং জোতের বাসিন্দা। জানা গিয়েছে, সোমবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ধৃত ব্যক্তির গোডাউনে হানা দেয় খড়িবাড়ি থানার পুলিশ। পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে ব্যর্থ হয় উৎপল। এরপরে গোডাউন থেকে ৪১টি কাপ সিরাপ ও প্রায় ভারতীয় ১ লক্ষ ২০ হাজার টাকা সহ নেপালি ৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। পরে ধৃত ব্যক্তিকে গ্রেফতার করে খড়িবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, উৎপল দাসকে এর আগেও কয়েকবার মাদক কারবারে আটক করা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ। ধৃত কে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
