মালবাজার, ২২ আগস্ট: ফ্লাইওভার থেকে বাইক নিয়ে রেল লাইনে পড়ে মৃত্যু হলো দুজনের এক যুবক ও এক যুবতীর। গুরুতর ভাবে আহত হল আরও একজন। আহত ব্যক্তি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মঙ্গলবার সকালে মালবাজার মহকুমার লাটাগুড়ি-চালসাগামী ৩১ নম্বর জাতীয় সড়কের বিচাভাঙ্গা রেলওয়ে ক্রসিংয়ে লাইনের ওপর বাইক সহ তিনজনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁদের মধ্যে একজনের হাত-পায়ের নড়াচড়া দেখে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে ক্রান্তি ফাঁড়ির পুলিশ।
স্থানীয়দের অনুমান, নির্মীয়মাণ রেলওয়ে ওভারব্রিজের কিছুটা কাজ অর্ধসমাপ্ত। সেটা বুঝতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজ থেকে বাইক সহ নীচে পড়ে যায় বাইক আরোহী সহ তিন জন। আহতদের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে ক্রান্তি ফাঁড়ির পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো চেষ্টা হয়েছে। আহত আর এক যুবক কে চিকিৎসার জন্য জলপাইগুড়ি নিয়ে যাওয়া হয়েছে।