32 C
Kolkata
April 12, 2025
দেশ

নির্মলার সপ্তঋষি বাজেটে চাঙ্গা শেয়ার বাজার

নতুন দিল্লি: দেশের অর্থ মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর আজ পঞ্চম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেট একটি পূর্ণাঙ্গ বাজেট। তিনি এই বাজেট পেশের সময় এই বাজেটকে ‘অমৃতকালের প্রথম বাজেট’ বলে উল্লেখ করেন। নির্মলা দেবী বাজেট পেশের সময় বলেন, ‘বাজেটে সাতটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তারা একে অপরের পরিপূরক। এই সপ্তঋষি অমৃতকালে আমাদের পথ দেখায়।’ কিন্তু কী এই সপ্তঋষি? কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথায়,

১) অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন (Inclusive development),
২) লক্ষ্যে পৌঁছানো (Reaching the last mile),
৩) পরিকাঠামো এবং বিনিয়োগ (Infrastructure and investment),
৪) সম্ভাবনা উন্মোচন (Unleashing potential),
৫) সবুজ বৃদ্ধি (Green growth),
৬) যুবশক্তি (Youth Power),
৭) আর্থিক ক্ষেত্রে জোর দেওয়া (Financial Sector)


এবারের বাজেট ছিল সম্পূর্ণ নজিরবিহীন। মহামারীর পর এমন জনমোহিনী বাজেটে স্বস্তির নিঃশ্বাস ফেলল গোটা দেশ। ৭ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে আয়কর মুক্ত করা হয়েছে। ব্যবসায়ীদের করের ক্ষেত্রে সহজ করা হল আয়কর নিয়ম। এর ফলে সাধারণ ব্যবসায়ীরা স্বস্তিতে। এক ধাক্কায় চাঙ্গা শেয়ার বাজার। এক হাজার পয়েন্ট উঠল সেনসেক্স।

দাম কমছে টিভির যন্ত্রাংশ, মোবাইল ফোনের ক্যামেরার লেন্স, চিংড়ির খাবার, লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরির যন্ত্র, পানযোগ্য নয় এমন ইথাইল, অ্যালকোহল, অ্যাসিড গ্রেড ফ্লুরস্পার, গবেষণাগারে তৈরি ডায়মন্ড সিড-এর। অন্যদিকে দাম কমছে সিগারেট, কিচেন ইলেকট্রিক চিমনি, সোনার বার থেকে তৈরি জিনিস, রুপোর সরঞ্জাম, যৌগিক রাবার, বিলাসবহুল গাড়ির।

অর্থমন্ত্রী বলেন, করোনা মহামারীর সময় আমরা নিশ্চিত করেছি, দেশের মানুষ যাতে খালি পেটে ঘুমাতে না যায়। সেজন্য দেশের ৮০ কোটি মানুষকে ২৮ মাস ধরে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করা হয়েছে। ভারতীয় অর্থনীতি সঠিক পথে এগোচ্ছে। উজ্জ্বল ভবিষ্যতের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। নির্মলা দাবি করেন, খুব শীঘ্রই দেশের আর্থিক বৃদ্ধির হার ৭ শতাংশ ছুঁয়ে যাবে। এই বাজেটে দেশে কৃষি ঋণের পরিমাণ বাড়িয়ে ২০ লক্ষ কোটি টাকা করা হয়েছে। কৃষি, পশুপালন, দুগ্ধ ও মৎস্য খাতের ওপর গুরুত্ব দিয়েই এই কৃষি ঋণ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৬৬ শতাংশ বরাদ্দ বাড়ানো হয়েছে আবাস যোজনার ক্ষেত্রে। অর্থমন্ত্রী এবারের আবাস যোজনায় বরাদ্দ করেছেন ৭৯ হাজার কোটি টাকা। রেলের ক্ষেত্রে ২ লক্ষ ৪০  হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। মূলধনী খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে টানা তিন বছর। এবছর এই খাতে ১০ লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে। যা আগের থেকে ৩৩ শতাংশ বেশি। অন্যদিকে ৭৫ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে দেশের পরিবহণ কাঠামোয়।

উল্লেখ করা যেতে পারে, সামনেই ২০২৪ সালের লোকসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। আগামী লোকসভা নির্বাচনের আগে আর কোনও পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে না।

Related posts

Leave a Comment