16 C
Kolkata
January 21, 2025
রাজ্য

নির্বাচন ঘোষণার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী, এ কোন অশনি সংকেত

সংবাদ কলকাতা, ২৫ ফেব্রুয়ারী: সামনেই ২০২৪ এর লোকসভা নির্বাচন। এই পরিস্থিতে বাংলার প্রশাসনিক হালচাল নিয়ে নিয়ে বেশ চিন্তিত বিভিন্ন বিশেষজ্ঞ মহল থেকে কেন্দ্রীয় সরকার ও জাতীয় নির্বাচন কমিশন। কারণ গত কয়েকটি নির্বাচনে বাংলা বারবার রক্তাক্ত হয়েছে। যেখানে বাংলার বাইরে কোন রাজ্যে নির্বাচনে বিন্দুমাত্র হিংসার ঘটনা ঘটে না সেখানে বাংলার নির্বাচন মানেই খুন, সন্ত্রাস যেন বাঙালির মজ্জাগত হয়ে গিয়েছে। মাঝে মাঝে ভাবতে অবাক লাগে এ কোন বাংলা। যে বাংলা একসময় সমগ্র ভারতবর্ষকে পথ দেখাত সেই বাংলার একি হাল।

যাইহোক, আসন্ন লোকসভা নির্বাচন যে বাংলা ও বাঙালির জন্য খুব সুখকর হবে না তার আঁচ বোধহয় করতে পেরেছেন কেন্দ্র সরকারের পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনও। তাই বোধ হয় বাংলার নির্বাচন নিয়ে চিন্তিত ভারত সরকার। তাই নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগেই রাজ্যে আস্তে চলেছে কেন্দ্রীয় বাহিনী। আগামী ১ মার্চ রাজ্যে আসতে চলেছে ১০০ কোম্পানির বাহিনী এবং ৭ মার্চ আরও ৫০ কোম্পানির বাহিনী। তারই মধ্যে ৩ মার্চ রাজ্যে আসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশনের সম্পূর্ণ টিম। নির্বাচন ঘোষণার আগে থেকেই সক্রিয় করতে বলা হয়েছে সমস্ত Law and Order গুলিকে। নির্বাচনে সমগ্র পশ্চিমবঙ্গের জন্য বরাদ্ধ হয়েছে ৯২০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে বেসিন থাকছে জম্মু ও কাশ্মীরের বাহিনী।

তবুও অবচেতন মনে কোথাও যেন একটা প্রশ্ন চিহ্ন থেকেই যায়, এত কিছু করেও শেষ রক্ষা হবে কি? শেষ পর্যন্ত এই মহাযজ্ঞ প্রহসনে পরিণত হবে নাতো? অক্ষত থাকবে তো বাংলার সমস্ত মায়ের কোল?

Related posts

Leave a Comment