24 C
Kolkata
April 17, 2025
কলকাতা

নির্বাচনের আগে পথ থেকে সরানো হলো সোনারপুর বিধায়ক লাভলী মৈত্রের স্বামী কলকাতা পুলিশের ডিসি সৌম্য রায় কে

নির্বাচন প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হল কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ-পশ্চিম) সৌম্য রায়কে। তিনি সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রের স্বামী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেও সৌম্যকে নির্বাচন প্রক্রিয়া থেকে সরানো হয়েছিল। লোকসভা নির্বাচনের আগেও একই পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশন তাঁকে পদ থেকে সরানোর কথা জানিয়েছে।কমিশনের তরফে সৌম্যকে সরানোর কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, অবিলম্বে আইপিএস সৌম্যকে কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিম বিভাগের (বেহালা) ডিসি পদ থেকে সরিয়ে কোনও অ-নির্বাচনী পদে রাখতে হবে। তাঁকে যে পদে বদলি করা হবে, তার সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার কোনও সম্পর্ক থাকবে না।কমিশন আরও জানিয়েছে, সৌম্যের বদলির ফলে যে পদ খালি হবে, তা পূরণের জন্য তিন জন যোগ্য আধিকারিকের নাম পাঠাতে হবে রাজ্যকে।আজ ,৩ এপ্রিল দুপুর ৩টের মধ্যে রাজ্যের কাছ থেকে ওই তিনটি নাম চেয়েছে কমিশন।

Related posts

Leave a Comment