April 9, 2025
জেলা

নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেওয়া হল শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকা

শিলিগুড়ি, ৪ আগস্ট: দুস্কৃতিদের আঁতুড়ঘরে পরিণত হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানা এলাকা। গাঁজা থেকে শুরু করে ব্রাউন সুগার কারবারীদের রীতিমতো ঠেকে পরিণত হয়েছে মাটিগাড়া এলাকা। এককথায়, সমাজ বিরোধীদের দৌরাত্ম্য সবথেকে বেশি এই এলাকায়। আর তাই দুস্কৃতিদের দৌরাত্ম্য রুখতে এবং এলাকার নিরাপত্তার স্বার্থে এবারে নজরদারির ব্যবস্থা করা হল মাটিগাড়া এলাকায়। সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেওয়া হল গোটা মাটিগাড়া থানা এলাকা। পাশাপাশি থানার ভেতরে তৈরী করা হল কন্ট্রোল রুম। প্রায় ৮০টি বুলেট ক্যামেরা বসানো হয়েছে আজ। ৮০টি বুলেট ক্যামেরাই ইনস্টল করার কাজ সম্পন্ন হয়েছে। মূলত মাটিগাড়া থানা এলাকায় নজরদারি রাখা হবে এর মাধ্যমে। শুক্রবার এই সিসিটিভি কন্ট্রোল রুমের উদবোধন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার IPS অখিলেশ চতুর্বেদী। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ট্রাফিক DC IPS অভিষেক গুপ্তা, ADCP IPS শুভেন্দু কুমার, DCP IPS জয় টুডু সহ অন্যান্যরা। উদবোধন শেষে থানাও পরিদর্শন করেন পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শিলিগুড়ি শহর দুস্কৃতিদের আখড়ায় পরিণত হয়েছে। সবথেকে বেশি সমাজবিরোধী কার্যকলাপ ঘটছে মাটিগাড়া এলাকায়। তাই দুস্কৃতিদের দৌরাত্ম্য রুখতে এবং নিরাপত্তার জন্য সিসিটিভি বসানো হল। যার মনিটরিং রুম তৈরী করা হয়েছে মাটিগাড়া থানার অন্দরে। এবার থেকে শহরের অপরাধ দমন করতে এবং দ্রুত অপরাধীদের চিহ্নিত করতে এই সিসিটিভি ক্যামেরা খুবই কাজে আসবে বলে মনে করছেন তিনি। এখন ৮০টি ক্যামেরা বসানো হয়েছে এবং কন্ট্রোল রুমও তৈরী করা হয়েছে। সদা এই সিসিটিভি ক্যামেরার আউটপুটে নজর রাখবেন কন্ট্রোল রুমে থাকা পুলিশকর্মীরা। পরবর্তীতে প্রয়োজন হলে আরও ক্যামেরা বসানো হবে বলেও জানান পুলিশ কমিশনার।

Related posts

Leave a Comment