27 C
Kolkata
November 1, 2025
সাহিত্য

“নিখোঁজ বুদ্ধিজীবী”

অরবিন্দ সরকার
বহরমপুর, মুর্শিদাবাদ

বাংলার বুদ্ধিজীবিরা আছেন কোথায়,
হাড় হিম শব্দবাণী মরেছে বৃথায়,
নন্দীগ্রামে আন্দোলন সিঙ্গুর কাঁপায়,
সর্বদল এক ক’রে বুদ্ধি বেচে খায়।

একমূলে গোষ্ঠী বদ্ধ পদলোভী তাঁরা,
বেকার ছেলের কাজ আজ হাতছাড়া,
শিল্পের বারো বাজিয়ে মুখে ঠুসি পরা,
নেতা মন্ত্রী সেজে বঙ্গে প্রেরণাশ্রী সেরা।

চোর ডাকাত মস্তান বাহুবলী যারা,
টাকার পাহাড় ঘরে সব সাধু তারা,
উন্নয়ন তাড়া করে গনতন্ত্র হারা,
বুদ্ধিজীবিদের সংজ্ঞা কুত্তার বাচ্চারা।

জমিজমা আত্মসাতে বুদ্ধিজীবী নাশ,
বুজরুকি মন্ত্রপাঠে তাঁরা দলদাস।

Related posts

Leave a Comment