17 C
Kolkata
December 28, 2024
কলকাতা

নিখোঁজ কামারহাটির ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর, পুরপ্রধানের কাছে অভিযোগ স্থানীয়দের

সংবাদ কলকাতা, ১৮ অক্টোবর: কামারহাটি পৌরসভার ২৪ নম্বার ওয়ার্ডের বিমল সাহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন ওয়ার্ড অফিস তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। কাউন্সিলর না আসায় পুর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন ২৪ নম্বর ওয়ার্ডের মানুষজন। বেপাত্তা এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে চেয়ারম্যানের কাছে অভিযোগ জানালেন স্থানীয় বাসিন্দারা। ২৪ নাম্বার ওয়ার্ডের যেখানে সেখানে জমে থাকছে আবর্জনা। নর্দমায় জমছে পাঁক। এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ। বাড়ছে মশা, মাছির উপদ্রব। ডেঙ্গু, ম্যালেরিয়ার আশঙ্কায় এলাকাবাসী।

এদিকে এবিষয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান জল্পনা। বিরোধী নেতারা নানা অভিযোগ আনছেন তাঁর বিরুদ্ধে। স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ, ওই কাউন্সিলর নিশ্চয় বড় কোনও দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছেন। সেজন্য ইডি কিম্বা সিবিআই-এর ধর পাকড়ের ভয়ে প্রকাশ্যে আসছেন না। সিপিএমের অভিযোগ ভোট লুঠ করে পৌরসভা নির্বাচনে জিতেছেন কাউন্সিলর বিমল সাহা। তারপর থেকে তাঁকে এলাকায় আর দেখা যাচ্ছে না। এরকম পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুমকি দিয়েছেন।

এই ব্যাপারে কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি ২৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। তিনি আমার কাছ থেকে কোনও ছুটি নেননি। কাউন্সিলর বিমল সাহা অসুস্থতার জন্য অনুপস্থিত বলে জানিয়েছেন। তবে কেন অনুপস্থিত তা খতিয়ে দেখার চেষ্টা করছি। মানুষ পরিষেবা থেকে যাতে বঞ্চিত না হয়, সেজন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রয়োজনে বোর্ড মিটিং করা হবে বলে জানিয়েছেন কামারহাটি পুরসভার পুরপ্রধান।

Related posts

Leave a Comment