দিল্লি, ২ মার্চ: প্রাক্তন বিজেপি নেত্রী ও বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের কন্যা বাঁশুরি স্বরাজ এবার সরাসরি রাজনীতিতে। আসন্ন লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। তিনি নিউ দিল্লি থেকে পদ্ম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদিও এই লোকসভা আসনে বর্তমানে সাংসদ আছেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি। তাঁকে এবার পূর্ব অথবা উত্তর দিল্লি থেকে প্রার্থী করা হতে পারে।
বাঁশুরি বিজেপির ২৮ জন মহিলা প্রার্থীর মধ্যে অন্যতম, যিনি বিজেপির প্রার্থীদের প্রথম তালিকায় রয়েছেন। তাঁর সঙ্গে সঙ্গে এই প্রথম তালিকায় রয়েছেন স্মৃতি ইরানি, জ্যোতি মির্ধা এবং কংগ্রেস থেকে আগত গীতা কোডা।
পেশায় আইনজীবী বাঁশুরি দিল্লি বিজেপির লিগ্যাল কমিটির সহকারী আহবায়ক হিসেবে গত বছর থেকে রাজনীতিতে নিযুক্ত হন। প্রসঙ্গত তিনি গত ১৬ বছর ধরে আইন পেশার সঙ্গে যুক্ত। তাঁর হরিয়ানা সরকারের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি লন্ডন থেকে আইনে স্নাতক হওয়ার পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
previous post