সংবাদ কলকাতা, ৬ ডিসেম্বর: নিউটাউনে গৌরাঙ্গনগর বাজারে সাত সকালে ভয়াবহ আগুন। পুড়ে ছাই একের পর এক দোকান। আগুনের গ্রাসে পুড়ে গিয়েছে তৃণমূলের পার্টি অফিসও।
স্থানীয় সূত্রে খবর, ভোর ৪টে নাগাদ একজন উনুন ধরিয়ে চলে যান। সেই উনুন থেকেই আগুন ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। দোকানের গ্যাস সিলিন্ডারগুলি বিকট শব্দে ফাটতে থাকে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের গ্রাস থেকে রেহাই পায়নি তৃণমূলের একটি পার্টি অফিসও।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৪টি ইঞ্জিন। অনেকক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
previous post