নাসিক: মহারাষ্ট্রে নাসিকে একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। হঠাৎই বেলা ১১ টা নাগাদ প্লাস্টিক কারখানায় আগুন লাগে। কি থেকে এই বিস্ফোরণ তা এখনও জানা যায়নি। কিন্তু তা দেখতে পেয়ে নাসিকের মুন্দেগাও এর আতঙ্কিত বাসিন্দারা ছুটে এসে দেখে কালো ধোঁয়ায় একদম আকাশ অবধি ছুঁয়ে গেছে। তবে খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনী এসে পৌছলেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। আগুন নেভানোর কাজ চলছে। আশঙ্কা করা হচ্ছে যে, জলন্ত কারখানার ভিতর কোন শ্রমিক থাকলেও থেকে যেতে পারে। তা এখুনি নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছেনা কর্তৃপক্ষের পক্ষ থেকে। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।