April 16, 2025
কলকাতা

নারকেলডাঙ্গায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের হত্যায় চার্জ গঠন

সংবাদ কলকাতা: ২০২১ বিধানসভার ভোট পরবর্তী হিংসার শিকার হন নারকেলডাঙ্গার বিজেপি কর্মী অভিজিৎ সরকার। তাঁকে হত্যার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত হার্মাদ বাহিনীর বিরুদ্ধে। অবশেষে শিয়ালদহ দায়রা আদালত সেই মামলায় ১০ অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করল। এই মামলার স্বাক্ষ্য গ্ৰহণের দিন ধার্য হয়েছে আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি। ধৃতদের বিরুদ্ধে হত্যা, সাক্ষ্য প্রমাণ লোপাট সহ একাধিক ধারা যুক্ত করা হয়েছে। সূত্রের খবর, এই মামলায় মোট অভিযুক্তের সংখ্যা ২০। তার মধ্যে দশ জন গ্রেপ্তার হলেও বাকি অভিযুক্তরা পলাতক। এইসব অভিযুক্তের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা।

Related posts

Leave a Comment