29 C
Kolkata
August 2, 2025
কলকাতা

নাগেরবাজারে বৃদ্ধ খুনের ঘটনায় গ্রেপ্তার গাড়ির চালক

সংবাদ কলকাতা: নাগেরবাজারের বাগান বাড়িতে বৃদ্ধের পঁচাগলা দেহ উদ্ধারের কিনারা করল পুলিশ। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে গ্রেপ্তার করা হল মৃতের গাড়ির চালককে। ধৃতের নাম সৌরভ মন্ডল। বৃদ্ধ কল্যাণ ভট্টাচার্যকে খুন করে সে রাজ্যের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশ চালক সৌরভ মণ্ডলের মোবাইলের টাওয়ার লোকেশন ট্রাক করে তাকে গ্রেপ্তার করে।

বৃদ্ধের Bmw গাড়ি নিয়ে সে দীঘায় গিয়েছিল। সেখান থেকে ফেরার সময় তার মোবাইলের টাওয়ার লোকেশন ধরে তাকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে এরেস্ট করে নাগেরবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃত গাড়ির চালক সৌরভ গত ১৫ সেপ্টেম্বর বন্ধুদেরকে নিয়ে দীঘা ঘুরতে যাওয়ার জন্য বৃদ্ধের bmw গাড়িটি চেয়েছিল। বৃদ্ধ তখন তাকে ১৫ তারিখ আসতে বলে।

১৫ তারিখ শনিবার দিন যখন সে বৃদ্ধের বাড়িতে যায়, তখন দেখে বাড়ির সদর দরজার ভেতর থেকে তালা দেওয়া। এরপরই সে পাঁচিল টপকে ভেতরে ঢোকে। তখন বৃদ্ধ তাকে জিজ্ঞাসা করে, সে ভেতরে ঢুকল কী করে? এবং গাড়ি নেওয়া নিয়ে বৃদ্ধ কল্যাণ ভট্টাচার্যের সঙ্গে বচসা বাধে। বৃদ্ধ গাড়ির চালককে অপমানজনক কথা বলে। চালক সৌরভ প্রথমে বৃদ্ধকে ধাক্কা মারে। যার কারণে তাঁর মাথায় আঘাত লাগে। এরপর তাঁকে গলা টিপে খুন করে ঘর থেকে গ্যারেজ এবং গাড়ির চাবি বের করে। গ্যারেজ থেকে গাড়ি নিয়ে প্রথমে সে বারাসতের বাড়িতে যায়। সেখান থেকে বন্ধুদেরকে নিয়ে দীঘায় চলে যায়। দীঘা থেকে ফেরার পথে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে আরও খবর, গতকাল বৃদ্ধের পোষ্য কুকুরটিকে ওই বাড়ি থেকেই নাগেরবাজার থানার পুলিশ উদ্ধার করে। গতকাল ফরেনসিক টিম চলে যাওয়ার পর গোটা বাড়িতে তল্লাশি অভিযান চালানোর সময় ওই পোষ্য কুকুরটিকে ওই বাড়ির একটি অব্যবহৃত ঘর থেকে উদ্ধার করা হয়। গাড়িটিকেও আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃত গাড়ির চালক সৌরভ মন্ডল বারাসতে ভাড়া থাকত। সেখান থেকে সে চারজনকে নিয়ে দীঘায় গিয়েছিল।

Related posts

Leave a Comment