১০ মে:জঙ্গি সংগঠন জেএমবি-র সম্ভাব্য সক্রিয়তা নিয়ে ফের বড় পদক্ষেপ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (STF)। বৃহস্পতিবার রাতে ডায়মন্ড হারবার মহকুমার পাতরা গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে আবাসউদ্দিন মোল্লা নামের এক যুবককে। জেএমবি-যোগ সন্দেহেই এই গ্রেফতার বলে STF সূত্রে খবর।
এই ঘটনার সূত্রপাত বুধবার, যখন বীরভূম জেলার নলহাটি এলাকা থেকে সন্দেহভাজন জেএমবি জঙ্গি হিসেবে দু’জনকে গ্রেফতার করে STF। তাদের জিজ্ঞাসাবাদের পরই উঠে আসে আবাসউদ্দিন মোল্লার নাম।
এরপর তৎক্ষণাৎ ডায়মন্ড হারবারে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার দুপুরে ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। তদন্তকারীরা তার ভূমিকা ও যোগাযোগ নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে ব্যস্ত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আবাসউদ্দিন কোনও বৃহৎ নাশকতা পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল অথবা এমন পরিকল্পনার অংশ ছিল।
STF সূত্রে জানা গিয়েছে, এই গ্রেফতার শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং, এটি রাজ্যে ছড়িয়ে পড়া এক গভীর ষড়যন্ত্রের ছায়া নির্দেশ করছে। তদন্তে ধৃতের মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য, আর্থিক লেনদেন—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
রাজ্য বা কেন্দ্র সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল প্রতিক্রিয়া না এলেও, এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে সতর্কতা জারি হয়েছে।
