কলকাতা, ১২ সেপ্টেম্বর: আগামীকাল ১৩ সেপ্টেম্বর, মঙ্গলবার। রাত পোহালেই বিজেপির নবান্ন অভিযান। দলীয় সূত্রের খবর, সোমবার দূরের বিভিন্ন জেলা থেকে আন্দোলনের উদ্দেশে রওনা হয়েছেন নেতা, কর্মী ও সমর্থকরা। বিজেপির অভিযোগ, বিভিন্ন জায়গায় এইসব আন্দোলনকারীদের ট্রেনে উঠতে বাধা দিচ্ছে পুলিশ। এমনকি তাঁদের দলের ভাড়া করা বিশেষ ট্রেনেও উঠতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। তাঁদের দাবি, উত্তরবঙ্গের জেলাগুলি সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটেছে এই ঘটনা। এব্যাপারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইট করেন, ‘পিসির চাকর পশ্চিমবঙ্গ পুলিশ বিজেপি কর্মীদের তুফানগঞ্জ ও আলিপুরদুয়ারে বাধা দিয়েছে। দেখুন, কীভাবে ব্যারিকেড তৈরি করে বিজেপি।’