সংবাদ কলকাতা: নবান্নের ১৪ তলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অমিত শাহের একান্ত বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে, তা ‘ফাঁস’ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বাংলায় এসে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া নবান্নের ১৪ তলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অমিত শাহের একান্ত বৈঠক হয়। রাজনৈতিকভাবে ওই বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈঠক শেষে অমিত শাহকে বিমানবন্দরে ছাড়তে এসেছিলেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, এজেন্ডা অনুযায়ী আলোচনা হয়েছে। কিন্তু নিজের চেম্বারে স্বরাষ্ট্র মন্ত্রীকে মুখ্যমন্ত্রী কেন আমন্ত্রণ করলেন সেটা আমি বলতে পারব না। কিন্তু এর মধ্যে রাজনৈতিক তাত্পর্য খোঁজার কোনও কারণ নেই।
কালকের মিটিংয়ের একটা কথা আমি বলতে পারি। কে বলেছে তা আমি বলব না। সেটা হল টাইম হো গায়া। বিমানবন্দরে অমিত শাহজিকে সী অফ করতে এসেছিলাম। সেখানে উনি আমাকে দেড়-দুমিনিট কথা বলার সুযোগ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কী কথা হল জানতে চেয়েছিলাম। উনি আমাকে বলেছেন, ওপেন মিটিংটা এজেন্ডা অনুয়ায়ী হয়েছে।
রাজ্য সরকারের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের একান্ত বৈঠক নিয়ে শুভেন্দু আরও বলেন, বিএসএফের ৭২টি চৌকির জন্য জমি দিচ্ছে না রাজ্য সরকার। এই নিয়েই কথা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। বিএসএফ-কে রাজ্য সরকার যেন সম্পূর্ণ সহযোগিতা করে, তা মমতাকে অনুরোধ করেছেন শাহ। কারণ এটি জাতীয় নিরাপত্তার বিষয়।