সুমন মল্লিক, সংবাদ কলকাতা: হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, SSC নবম ও দশমের ১৮৩ জনের নামের তালিকা প্রকাশ করেছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, এদের নিয়োগ হয়েছে বেআইনি সুপারিশে। এই তালিকা প্রকাশ হওয়ার পর টুম্পা রানি মন্ডল নামে এক শিক্ষিকার ঝুলন্ত দেহ উদ্ধার হল। তিনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এবং নন্দীগ্রামের দেবীপুর মিলন বিদ্যাপীঠের শিক্ষিকা। বেআইনি সুপারিশের মাধ্যমে চাকরি পাওয়া প্রার্থীদের তালিকায় নাম আছে টুম্পা রানি মন্ডলের। সেটা দেখার পরেই আত্মহত্যা করেন টুম্পা।
২০১৯ সালে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা টুম্পা দেবীপুর মিলন বিদ্যাপীঠে নবম ও দশম শ্রেণীর শিক্ষিকা হিসাবে যোগ দেন। চার বছর পূর্বেই বিবাহ হয় তাঁর। তারপর থেকেই সুখেই চলছিল স্বামী-স্ত্রীর সংসার। কিন্তু ছন্দপতন হয় ১৮৩ জন শিক্ষক-শিক্ষিকার তালিকা প্রকাশের পর। যদিও টুম্পা রানির দিদির বক্তব্য অনুযায়ী, সে নিয়ম মেনেই চাকরি পেয়েছিল। প্রশ্ন উঠছে, রাজ্য সরকারের ভুলের খেসারত আর কত জনকে দিতে হবে।