সংবাদ কলকাতা: তীব্র গরমে নাভিশ্বাস উঠছে সাধারন মানুষের। শুক্রবার কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়ে ৪২ ডিগ্রিতে পৌঁছায়। শনিবার নববর্ষের দিনেও তাপপ্রবাহ অব্যাহত।
সূত্রের খবর, নববর্ষের প্রথমদিকে আরও বাড়বে তাপপ্রবাহ। ফলে মানুষের হিট স্ট্রোকের সম্ভাবনা বাড়বে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাধারণ মানুষকে বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। সঙ্গে পর্যাপ্ত পরিমাণ জল পান করতে বলা হয়েছে।
কলকাতা পুরনিগমের তরফে ইতিমধ্যে সর্বক্ষণের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ব্যবস্থা করা হয়েছে ভ্রাম্যমাণ জলের ট্যাঙ্কের।
previous post
next post