বিশেষ সংবাদদাতা, বাঁকুড়া: শারদোৎসবের ঢাকে কাঠি পড়ে গেছে। উৎসবের আবহ দিকে দিকে। শনিবার পঞ্জিকা মতে মহাসপ্তমী। সারা বাংলার সঙ্গে উৎসবের জোয়ারে ভাসছে লাল মাটির জেলা বাঁকুড়াও। উৎসবের প্রথম দিন সকাল থেকে জেলার বিভিন্ন অংশের নদী, পুকুরে নবপত্রিকার স্নান শেষে ঘট নিয়ে পুজো মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পুজো উদ্যোক্তারা।
এদিন সকাল থেকেই বাঁকুড়া শহর সংলগ্ন গন্ধেশ্বরী নদীতে নব পত্রিকার স্নান উপলক্ষ্যে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। শহরের বেশ কয়েকটি বারোয়ারি, পারিবারিক ও সার্বজনীন পুজো কমিটির সদস্যরা নব পত্রিকার স্নান ও ঘট তোলেন এখান থেকেই।
previous post
next post