কমল দত্ত, নদীয়া: চৈতন্যমহাপ্রভুর জন্মস্থান নদীয়া জেলার নবদ্বীপে বহু পুরনো রামকৃষ্ণ মিশন সেবাসমিতি। এই মিশনকে ২০২১সালের ২৬ মে বেলুড় মঠ ও মিশন কর্তৃক অধিগ্রহণ করা হয়। সেই সময় সারা দেশজুড়ে অতিমারি করোনার জন্য কোনও রকম অনুষ্ঠান করা যায়নি। সেকারণে দীর্ঘ একবছর পর এদিন নবদ্বীপ রামকৃষ্ণ মঠ ও মিশনে শুরু হল তিনদিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান।
এই উপলক্ষে এদিন সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ধামেশের মহাপ্রভুর মন্দির থেকে পাদুকা নিয়ে আসা হয় রামকৃষ্ণ মিশন ও মঠে। সেখানে সকাল থেকে শুরু হয় ঠাকুর রামকৃষ্ণ দেবের বিশেষ পূজানুষ্ঠান। দুপুরে ভোগ আরতির পর পুনরায় ওই পাদুকা ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে প্রত্যাবর্তন করে।
এছাড়াও এদিন রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি দ্বিতল আবাসের উদ্বোধন করেন বেলুড় মঠের সহাধ্যক্ষ স্বামী সুহিতানন্দ মহারাজ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুড় মঠের অন্যান্য স্বামীজীগণ। এছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপ রামকৃষ্ণ মঠের সভাপতি ড: শিহরণ চক্রবর্তী, মঠের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ মহারাজ সহ মঠের বিভিন্ন আবাসিক ও শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বহু ভক্তবৃন্দ।
previous post
next post