বিশেষ সংবাদদাতা, নবদ্বীপ: অবশেষে নবদ্বীপে সন্ধান মিলল অস্ত্র তৈরির কারখানার হদিশ। কি অবাক হচ্ছেন? না, এই অস্ত্র আপনি যে অস্ত্র ভাবছেন, সেই অস্ত্র নয়। দেবদেবীর হাতে যে অস্ত্র লক্ষ্য করা যায়, সেই অস্ত্রের কথায় এখানে বলা হচ্ছে। দুর্গাপুজো চলে গেল, সামনেই আসছে কালীপুজো। এরপরই জগদ্ধাত্রী পুজো। আর তারপরই আসছে নবদ্বীপের অন্যতম উৎসব রাশ উৎসব। এই সমস্ত উৎসবে যে সমস্ত দেবদেবীর আরাধনা করা হয়, সেই সমস্ত দেবদেবীর হাতে যে অস্ত্র লক্ষ্য করা যায়, সেই অস্ত্রের কারখানা কিন্তু রয়েছে নবদ্বীপ শহরের ছোট একটি জায়গায়। নবদ্বীপ থানার একদমই পাশে একটি বাড়িতে পিতলের সেই অস্ত্র তৈরি হয় সারা বছর ধরে। যদিও সারা বছর অস্ত্র তৈরি হলেও, বছরের এই কটা দিন কিন্তু তাঁদের ব্যস্ততা থাকে তুঙ্গে। মূলত পিতল দিয়ে তৈরি করা হয় এই অস্ত্র। ছেনি, হাতুড়ি দিয়ে লাগাতার পিটিয়ে কারুকার্য করে এই অস্ত্র প্রস্তুত করা হয়।