নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রাম: ফের বিজেপির জয় নন্দীগ্রামে। ডেকুটিয়ায় সমবায় সমিতির নির্বাচনে ১২টির মধ্যে ১১টি-তে জয়ী হল বিজেপি। শাসক দল তৃণমূল দখল করেছে মাত্র একটি আসন। কিন্তু, এই নিয়ে শুরু হয়েছে ব্যাপক উত্তেজনা। বিজেপির অভিযোগ শাসকদল ভোট লুট করেছে। না হলে ১২টিতেই বিজেপি জয়ী হতো। আবার তৃণমূলের পাল্টা অভিযোগ, ভোট লুট করেছে বিজেপি। সেজন্যই ১১টি আসনে জয়ী হয়েছে তারা। এই নিয়ে দুই দলের মধ্যে দিনভর শুরু হয় সংঘর্ষ। হাতাহাতি। আক্রান্ত হন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় পুলিশ।