27 C
Kolkata
April 9, 2025
জেলা

নদীয়ার অনুলিয়ায় গরিব চাষিদের পাট্টা দেওয়ার ভাবনা রাজ্যের

নদীয়া, ১৯: সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে তৃণমূল সুপ্রিমো ও রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জি দিন কয়েক আগে আদিবাসী সম্প্রদায়ের জন্য ৫০ হাজার পাট্টা দেবার কথা ঘোষণা করেছেন। এবার নদীয়া জেলার রানাঘাট ১ নং ব্লকের আনুলিয়া মানিকতলায় অসহায় গরিব মানুষের কথা চিন্তা করে পাট্টা দেবার চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন।

আজ ওই এলাকায় সরকারের খাস যোগ্য জমিতে বসবাস করা জমিতে পাট্টা দেবার তদন্তে আসলেন রানাঘাট ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকারা। এদিন তারা আনুলিয়া মানিকতলায় বাড়ি বাড়ি অনুসন্ধান করে প্রকৃত রিপোর্ট পেশ করে অতি দ্রুত সেই সব জমি মালিকদের হাতে পাট্টা তুলে দেবেন বলে তারা জানান। ফলে স্বাভাবিকভাবে খুশি ওই এলাকার গরিব মানুষজন। এখানকার বেশীর ভাগ মানুষ দিন আনা দিন খাওয়া। তাঁরা প্রায় সবাই কৃষি কাজের সঙ্গে যুক্ত। আগামীদিনে তাঁরা রাজ্য সরকারের কাছ থেকে এই পাট্টা পেলে খুবই খুশি হবেন।

Related posts

Leave a Comment