নদিয়া: ৩৪ নং জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে অত্যন্ত ধীর গতিতে। আজ নদিয়ার রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে কোর্ট মোড়ে পথ নিরাপত্তা বিষয়ক এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এদিন রানাঘাট পুলিশ জেলার এসপি ডি. কে. কন্নার, রানাঘাট এসডিপিও প্রবীর মন্ডল, আইসি সঞ্জীব সেনাপতি, এসডিও ড. হরিশ রসিদ সহ ট্রাফিকের অন্যান্য আধিকারিকরা এই অনুষ্ঠানে অংশ নেন।
মহিলা পুলিশ ও সিভিক পুলিশ সহ ট্রাফিকের আধিকারিকরা বাইক নিয়ে এক সচেতনতা বিষয়ক র্যালি করেন। র্যালিটি রানাঘাট থেকে ফুলিয়া ৩৪ নং জাতীয় সড়কে যায়। এর পাশাপাশি পথ চলতি মানুষজনদের সচেতনতার সাথে সাথে যানবাহন চলাচলকারী গাড়ি থামিয়ে তাদের সেফ ড্রাইভ সেফ লাইফের স্টিকার লাগিয়ে দেওয়া হয়। অন্যদিকে এদিন প্রায় ২০ জন বাইক আরোহীকে হেলমেট প্রদান করেন পুলিশ আধিকারিকগণ। দুর্ঘটনা এড়াতে রানাঘাট পুলিশ জেলার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। এই প্রকল্পকে অনুসরণ করে মানুষকে বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
previous post
next post