ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়ার আগেই নদীর জলে ডুবে নষ্ট হয়ে গেল ইভিএম মেশিন। ঘটনাটি ঘটেছে, অসমের লখিমপুর লোকসভা কেন্দ্রে। গতকাল অর্থাৎ শুক্রবার দিন চলছিল ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ পর্ব। আর সেই স্থানের অমরপুর এলাকার একটি বুথে ইভিএমে কিছু সমস্যা দেখা দেয়। নির্বাচন কমিশনের তরফে দ্রুত সেই ইভিএম মেশিন পাল্টাতে বিকল্প মেশিন পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু একটি নৌকায় করে ইভিএম বোঝাই গাড়ি পার সময় বাধে এই ঘটনা। আচমকা স্রোত ও জলস্তর বাড়ার কারনে গাড়ি সহ নৌকাটি ডুবে যায় । গাড়ির চালক ও নির্বাচনী আধিকারিকরা কোনোরকমে লাফ দিয়ে তাদের প্রাণ বাঁচান।
previous post