30 C
Kolkata
August 3, 2025
দেশ

নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক বৃদ্ধ

নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক বৃদ্ধ। শনিবার ঘটনাকে ঘিরে জোর চঞ্চল্য পুরাতন মালদার সাহাপুর এলাকার ডোবপাড়া এলাকায় । স্থানীয় সূত্রে জানা গেছে রতন রায় নামে বছর ৭০ এক বৃদ্ধ সংশ্লিষ্ট এলাকার মহানন্দা নদীতে ভোর সাড়ে পাঁচটা নাগাদ স্নান করতে যান সেখানেই ঘটে বিপত্তি। তলিয়ে যায় ওই বৃদ্ধ আশেপাশে এলাকার মানুষজন দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন । ছুটে আসেন মানুষজনেরা, খোঁজ শুরু করেন তবে না মেলায় খবর দেওয়া হয় মালদা থানার পুলিশ এবং খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা টিমকে। পরবর্তীতে পুলিশ এবং বিপর্যয়ের মোকাবেলার টিমে এসে খোঁজ শুরু করে টানা ৫ ঘন্টা খোঁজ করার পর অবশেষে সকাল সাড়ে ১০ টার সময় তার দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের পর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। এদিকে বৃদ্ধের মৃত্যুতে নেমেছে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া। পুরো ঘটনার তদন্তে মালদা থানার পুলিশ।

Related posts

Leave a Comment