21 C
Kolkata
December 25, 2024
জেলা

নদিয়ায় পথ দুর্ঘটনায় মৃত দম্পতি

নদিয়া: পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে নদিয়ার গাংনাপুর থানা এলাকার নোকাড়ী মোড়ের কাছে। সুত্রের খবর, এদিন সকালে ছেলে সুমন পাল তাঁর বৃদ্ধ বাবা নারায়ন চন্দ্র পাল ও মা মিরা পালকে নিয়ে মোটর বাইকে করে এরুলি থেকে রানাঘাটে চোখের ডাক্তার দেখাতে আসছিলেন। হঠাৎ নোকাড়ী মোড়ের কাছে উলটো দিক থেকে আসা একটি লরিকে সাইড দিতে গিয়ে রাস্তার বাম্পারে ঝাঁকুনি লেগে সুমনের মা ও বাবা মোটর বাইক থেকে পড়ে গিয়ে লরির চাকায় পিস্ট হন। ছেলে সুমন আহত অবস্থায় কোনওক্রমে বেঁচে যায়।

স্থানীয় পুলিশ প্রশাসন তাঁদের সকলকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে আসার পর সুমনের মা ও বাবাকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সুমনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় পুলিশ ঘাতক গাড়ি দুটিকে আটক করে কুপার্স ফাঁড়িতে নিয়ে আসে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি রাস্তায় ঘন ঘন বাম্পার দেবার কারণে এই দুর্ঘটনায় প্রাণ গেল দুই জনের। অবিলম্বে রাস্তায় একসাথে এতগুলি বাম্পার না দিয়ে একটি বা দুটি দেওয়া হোক। ঘটনায় মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তদন্তে পুলিশ।

Related posts

Leave a Comment