নিজস্ব সংবাদাতা, নদীয়া: নদীয়ার বীরনগর পৌরসভা ও পৌরপিতার বাড়িতে সিবিআই হানা। সকাল থেকেই চলছে দফায় দফায় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। পৌরসভা সহ পৌরপ্রধান পার্থ কুমার চ্যাটার্জির বাড়িতে সিবিআই হানা। সোমবার নদীয়ার রানাঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পার্থসারথী চট্টোপাধ্যায়ের বাড়িতেও হানা দেয় সিবিআই।
এরপর রানাঘাট পৌরসভাতে গিয়ে তদন্ত শুরু করে। যদিও সিবিআই-এর আরেকটি প্রতিনিধি দল নদীয়ার বীরনগর পৌরসভায় পৌঁছে যায়। অন্য একটি প্রতিনিধি দল পৌঁছে যায় বীরনগর পৌরসভার চেয়ারম্যান পার্থ কুমার চ্যাটার্জির বাড়িতে। যদিও সকাল থেকেই নদীয়ার দুটি পৌরসভা সহ দুই পৌরপিতার বাড়িতে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে সিবিআই-এর প্রতিনিধিদল। অন্যদিকে পৌরসভা ও দুই পৌরপিতার বাড়ির সামনে সিআরপিএফ জওয়ানদের কড়া নজরদারি রয়েছে।
তবে সিবিআই-এর তদন্ত ও জিজ্ঞাসাবাদ কতক্ষণ পর্যন্ত চলবে, তা এখনও পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। সিবিআই-এর পৌর নিয়োগ দুর্নীতি নিয়ে যে তদন্ত চলছে, সেই নিয়ে মুখ খুললেন বীরনগর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাঁদের দাবি, সিবিআই-কে বিজেপি কাজে লাগাচ্ছে। সিবিআই তদন্ত করে দেখুক, সত্যি কিছু দুর্নীতি হয়েছে কিনা। আর যদি দুর্নীতি হয়, তাহলে সেটি অবশ্যই অপরাধযোগ্য হবে। কিন্তু বিজেপির এই চক্রান্ত বেশিদিন টিকবে না।