37 C
Kolkata
April 5, 2025
Featured

নতুন বৎসরে শতাধিক আর্তের পাশে ‘আমতা জনপ্রিয় সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’

অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া: ২০১৮ সালে কতিপয় যুবক -যুবতী নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা, একে অপরের সুখ – দুঃখের সাথী হওয়ার জন্য গড়ে তুলেছিলেন ‘জনপ্রিয় আমতা ফেসবুক গ্ৰুপ ‘ ।২০১৮ সাল থেকে ২০২০ ই প্রথমার্ধ পর্যন্ত এই গ্ৰুপের সদস্য – সদস্যরা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা -একে অপরের সুখ – দুঃখের সাথী হয়ে একে অপরের পাশে থেকে মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়া সদস্য -সদস্যাদের পাশে থেকে নানান পরামর্শ দিয়ে মানসিক দিক থেকে তাদের সবল করা,প্রত্যেকে কিছু কিছু অর্থ দিয়ে তাদের আর্থিক সহায়তা করেছে। এলাকার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পালন, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। বিভিন্ন মেলায় প্রাথমিক চিকিৎসা শিবির সংগঠিত করেছে।

নতুন বছরের (২০২৩) শুরুতেই শীতকালীন কর্মসূচি পালনে হাওড়া জেলার পাঁচলা থানা, ব্লক তথা পাঁচলা বিধানসভার অন্তর্গত জলা বিশ্বনাথপুর গ্ৰাম পঞ্চায়েতের মধ্য ধুনকি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মধ্য ধুনকি গ্ৰামের আর্থিকভাবে পিছিয়ে পড়া শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিল ” আমতা জনপ্রিয় সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি “। নতুন বছরের শুরুতেই আর্ত – অসহায় মানুষদের সেবায় তাদের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে সোসাইটির সদস্য -সদস্যারা যেমন আনন্দিত অপরদিকে মধ্য ধুনকি গ্ৰামের বাসিন্দারা ও শীতবস্ত্র উপহার পেয়ে ভীষণ খুশি।তারা দু ‘ হাত তুলে আর্শীবাদ করেছেন সোসাইটির সদস্য -সদস্যাদের।

প্রসঙ্গত উল্লেখ্য ২০২২ এর ডিসেম্বরের শেষ দিকে সোসাইটির সদস্য -সদস্যারা আমতা, মুন্সিরহাট,বড়গাছিয়া,ডোমজুড়,আন্দুল, উলুবেড়িয়া,বাগনান রেলস্টেশন সহ আমতা,জগৎবল্লভপুর,রানিহাটি, বাগনান,জয়পুর,বকপোতা সেতু, উদয়নারায়ণপুর এলাকার রেলস্টেশন ও বাসস্ট্যান্ডের ফুটপাতে যারা রাত্রি কাটান তাদের হাতে শীতবস্ত্র ‘ব্ল্যাঙ্কেট ‘ তুলে দিয়েছিল।

Related posts

Leave a Comment