পাটনা: নীতীশ কুমারের দলে ফের ভাঙ্গনের ইঙ্গিত। একটি নতুন রাজনৈতিক দল গঠন করছেন জেডিইউ নেতা উপেন্দ্র কুশওহা। আজ পাটনাতে এবিষয়ে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি। সেই বৈঠকে তাঁর নতুন দল গঠনের কথা ঘোষণা করেছেন। দীর্ঘদিন ধরে নীতীশ কুমারের সঙ্গে মনোমালিন্যের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
উল্লেখ্য, এর আগে উপেন্দ্র কুশওহার আরএলএসপি নামে একটি রাজনৈতিক সংগঠন ছিল। কিন্তু, ২০২১ সালে জেডিইউ-এর সঙ্গে সেই দল মিশে যায়।
previous post
next post