21 C
Kolkata
December 26, 2024
রাজ্য

নজরুল ইসলামের গানকে বিকৃত করার প্রতিবাদে ধিক্কার সভা

অভিজিৎ হাজরা , আমতা, হাওড়া: নজরুল স্মৃতি রক্ষা কমিটির তরফে নজরুল ইসলামের গান ‘কারার ওই লৌহকপাট’ গানটি এ. আর. রহমান কর্তৃক বিকৃত করার প্রতিবাদে ধিক্কার সভার আয়োজন করা হল বাগনানের আগুন্সী গ্রামে নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত স্থানে, তাঁর মর্মর মূর্তির সামনে।

এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন এলাকার বর্ষীয়ান ডাক্তার শংকর চক্রবর্তী, শিক্ষক ও যুগ্ম সম্পাদক নজরুল স্মৃতিরক্ষা কমিটি-র প্রদীপ রঞ্জন রীত ও সায়ন দে, শিক্ষক দেবাশীষ জানা, কোষাধ্যক্ষ তুষার হালদার, সমাজকর্মী শেখ মতিন, পরিবেশ কর্মী অর্ঘ্য রায়, হেমন্ত ভৌমিক সহ আরও অনেকে। অনেক কচিকাঁচারাও উপস্থিত হয়েছিলেন। সঙ্গে ছিলেন এলাকার অনেক মানুষও।

শ্লোগানে বক্তব্যে ও আলোচনায় বিষয়টির প্রতিবাদ জানানো হয়। প্রদীপ রঞ্জন রীত আশঙ্কা করেন, যদি না এখনই জোরালো প্রতিবাদ জানানো না যায়, এ আর রহমানের বিশ্বব্যাপী জনপ্রিয়তার হাত ধরে এই বিকৃত সুরই প্রচারিত হয়ে যেতে পারে। যা খুবই বাজে ব্যাপার হবে। সায়ন দে জানান, সমাজ মাধ্যমে, সরকারি স্তরে, তথ্য সংস্কৃতি দফতরে, এমনকি ইমেল করে নজরুল স্মৃতিরক্ষা কমিটির তরফে এ প্রতিবাদ রাজ্য ও কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রকে, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকেও পাঠানো হবে।

Related posts

Leave a Comment