কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশ গ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রেস কাউন্সিল আইন উনিশ শত চুয়াত্তর ও আচরণ বিধি এবং তথ্য অধিকার আইন দুই হাজার নয় অবহিতকরণ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১লা জুন) সকাল ১১টায় নওগাঁ সার্কিট হাউজ নকফারেন্স হল রুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। প্রধান অতিথি নিজামুল হক নাসিম বক্তব্যে বলেন, সাংবাদিক তাদের লেখনীর মাধ্যমে সমাজের সকল অন্যায়, অবিচার, অসঙ্গতি তুলে ধরবেন। সাংবাদিকদের প্রতি দায়বদ্ধতা, ভালোবাসা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেস কাউন্সিল আইন প্রণয়ন করেন।
তিনি আরও বলেন, কোনও সাংবাদিক ভুল বা অন্যায় করলে প্রেস কাউন্সিলের বিদ্যমান আইনে তার শাস্তি হল তিরষ্কার করা। একজন সাংবাদিক অপরাধ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে প্রেস কাউন্সিলের সীমাবদ্ধতা রয়েছে। পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ্য হতে হবে। সাংবাদিকদের মানোন্নয়নে সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করছে প্রেস কাউন্সিল। সেমিনার ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের সদস্য সচিব মাসুদ খান, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান। এছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
previous post
next post
