ধেয়ে আসছে দানা । বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার প্রশাসন রয়েছে সজাগ। সেই রকম কোনও সতর্কতা জারি না হলেও আতঙ্কিত চাষীরা। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক। সেখানে কিছু চাষী জমিতে বেগুন চাষ করেছে। ইতিমধ্যেই প্রচুর টাকা খরচ হয়ে গিয়েছে। এরইমধ্যে ধেয়ে আসছে ঘূর্ণি ঝড় দানা। আতঙ্কিত তারা, কোনোভাবেই যাতে ফলন্ত গাছ নষ্ট না হয়ে যায়, তার মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সকাল থেকেই। দড়ি, বাঁশের বাতা দিয়ে মজবুত করে বাঁধা হচ্ছে গাছ।