29 C
Kolkata
August 2, 2025
রাজ্য

ধূপগুড়িতে ৮৫ লক্ষ টাকার সোনা সহ গ্রেপ্তার দুই পাচারকারী

জলপাইগুড়ি, ৫ নভেম্বর: জলপাইগুড়িতে প্রায় ১ কেজি ৬৮১ গ্রাম সোনা উদ্ধার। যার বাজারমূল্য প্রায় ৮৫ লক্ষ টাকা। কোতোয়ালি থানায় গ্রেপ্তার দুই পাচারকারী। ধৃতদের নাম সৌরভ অশোক মান্ডাল (২৪) ও রাহুল রমেশ কোডাগ (৩৫)। তাদের বাড়ি মহারাষ্ট্রে। শনিবার ঘটনাটি ঘটে জলপাইগুড়ির গোশালা মোড়ে ৩১ নম্বর জাতীয় সড়কে।
জানা গিয়েছে, এক ক্যাব ড্রাইভারের তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ওই গাড়ির চালক পাচারকারীদের গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় তাদের আচরণ যথেষ্ঠ সন্দেহজনক বলে মনে হয়। সেজন্য একটি পেট্রল পাম্পে তেল নেওয়ার পর সেখান থেকে একজন পরিচিত পুলিশকে ফোন করে বিষয়টি জানান। সেই পুলিশ কর্মী পরবর্তী নাকা চেকিংয়ে কর্তব্যরত পুলিশ কর্মীদের গাড়িটি আটক করে ওই যাত্রীদের চেকিং করার জন্য বলেন। খবর পেয়ে গোশালা মোড়ের পুলিশ ওই গাড়িটি আটক করে। দুই যাত্রীর কাছ থেকে উদ্ধার হয় ১৪টি সোনার বিস্কুট। সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় তাদের। এই ঘটনায় পুলিস সুপার সন্দীপ সেন গাড়ির চালক বাপি রায়ের সততা ও বুদ্ধিমত্তার প্রশংসা করেন। তাঁকে সম্মানিত করা হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Related posts

Leave a Comment