October 31, 2025
জেলা

ধূপগাড়িতে দুয়ারে রেশন গ্রাহকদের বিক্ষোভ

ধূপগুড়ি: দুয়ারে রেশনে গ্রাহকদের বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি কালীরহাট সংলগ্ন বটতলা এলাকায়। এদিন ওই এলাকার রেশন ডিলার সকালে দক্ষিণ কাঠুরিয়ার বটতলা এলাকায় দুয়ারে রেশন বিলি করতে গেলে গ্রাহকরা বিক্ষোভ দেখাতে থাকে।
তাঁদের অভিযোগ, ডিসেম্বর মাসের শুরুতে গ্রাহকদের সেদ্ধ চাল দেওয়া হয়েছে। কিন্তু এদিন দুয়ারে গ্রাহকদের আতপ চাল দেওয়া হবে, এমনটা জানানো হয়েছে।

আতপ চালের কথা জানতে পেরে ওই এলাকার গ্রাহকরা রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও অঞ্চল প্রধান ধর্মনারায়ন রায়। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ গ্রাহকদের সাথে কথা বলেন।

জানা গিয়েছে, চলতি মাসের শুরুতে গ্রাহকদের সেদ্ধ চাল দিয়েছেন ধূপগুড়ির রেশন ডিলাররা। কিন্তু বর্তমানে সিদ্ধ চালের পরিবর্তে তাঁরা আতপ চাল পাচ্ছেন। তাই আতপ চাল বিলি করা হচ্ছে। আর এনিয়েই এদিন সকালে গ্রাহকদের বিক্ষোভ লক্ষ করা গেল বটতলা এলাকায়।

একই অভিযোগে গত সপ্তাহে গ্রাহকদের বিক্ষোভ লক্ষ্য করা গিয়েছে ধূপগুড়ি ময়নাতলী এলাকাতেও। তবে এদিন বটতলা এলাকায় গ্রাহকদের বিক্ষোভের কারণে দুয়ারে রেশন বিলি করা সম্ভব হয়নি। রেশন ডিলার গোপাল চন্দ্র সাহা জানিয়েছেন, ক্লাস্টার অনুযায়ী দ্বিতীয় দিনে বটতলা এলাকায় রেশন বিলি করা হবে।

Related posts

Leave a Comment