ধূপগুড়ি: কুকুরের তাড়া খেয়ে জঙ্গল থেকে লোকালয়ে ছুটে এল হরিণ শাবক। গতকাল এই ঘটনাটি ঘটে ধুপগুড়ি ব্লকের মল্লিকশোভা দেওমালি এলাকায়। জানা গিয়েছে, হরিণ শাবকটিকে কুকুরে তাড়া করে। সেজন্য দিগভ্রান্ত হয়ে এদিকে ওদিকে ছোটাছুটি করতে থাকে শাবকটি। বিষয়টি নজরে আসতেই কয়েকজন যুবক হরিণটিকে উদ্ধার করে। কুকুরকে তাড়িয়ে হরিণটিকে নিয়ে আসে। সঙ্গে সঙ্গে খবর দেয় বনদপ্তরে।
মোরাঘাট রেঞ্জের বন কর্মীরা এসে হরিণ শাবকটিকে উদ্ধার করে নিয়ে যান। এদিকে বনদপ্তর সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পরে হরিণটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।