23 C
Kolkata
December 23, 2024
দেশ

ধানবাদে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ডে মৃত ১৪

ধানবাদ: ধানবাদের একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১০ জন মহিলা ও তিনটি শিশু রয়েছে। অগ্নিদগ্ধ্ হয়েছেন আরও অনেকে। এদিন সন্ধ্যা ছ’টা নাগাদ ঘটনাটি ঘটেছে ধানবাদের জোড়াফটক এলাকার আশীর্বাদ টাওয়ার নামে একটি বহুতলে। একটি বিয়ের অনুষ্ঠান চলাকালীন ঘটে এই অগ্নিকান্ড। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনিক সূত্রে অনুমান করা হচ্ছে। ধানবাদের ডেপুটি কমিশনার সন্দীপ সিং সেরকমই আভাস দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠান উপলক্ষে ঘটনাস্থলে বহু মানুষের ভিড় ছিল। সেখানে কোনওভাবে আগুন লেগে যায়। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। জখমরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি বলেন, জরুরি ভিত্তিতে উদ্ধারের কাজ চলছে।

Related posts

Leave a Comment