সংবাদ কলকাতা: এবার পুলিশের উপর চাপ সৃষ্টির অভিযোগ উঠল ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম ও কাইজার আহমেদের বিরুদ্ধে। অভিযোগ ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতা দীননাথ নস্করকে বাঁচাতে থানায় ছুটে যান আরাবুল ও কাইজার। সেখানে বড়বাবুর সাথে নিজেরাই কথা বলেন তাঁরা।
অবশ্য পুলিশের উপর চাপ সৃষ্টির অভিযোগ অস্বীকার করেছেন আরাবুল ইসলাম। তিনি বলেন, আমরা কারও জন্য সুপারিশ করতে যাইনি। আমরা গিয়েছিলাম ন্যায় বিচারের জন্য।
সূত্রের খবর, রবিবার ভাঙড়ের স্থানীয় তৃণমূল নেতা দীননাথ নস্করের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে মগরাহাটের এক মহিলা। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ঐ মহিলার সাথে সহবাস করেন দীননাথ। এমনকি দেওয়া হয় চাকরির প্রতিশ্রুতিও। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ আরাবুল ও কাইজার ঘনিষ্ট দীননাথ নস্করকে গ্রেপ্তার করে।
previous post
next post