আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর অনুযায়ী কালবৈশাখীর ঝড়ের পাশাপাশি বর্জ্য বিদ্যুৎপাত সহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা ছিল প্রবল ।সেই অনুযায়ী কলকাতার আকাশ ছিল সারা দিন মেঘাচ্ছন্ন। তারই মধ্যে বৃষ্টিপাতের সাথে হঠাৎ বজ্রপাত। এর ফলে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার মেট্রো মলের বিমের একাংশ ভেঙে পড়ে। সাময়িক সময়ের জন্য তীব্র বিকট আওয়াজে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনাস্থলে চলে আসে কলকাতা পুলিশ এবং কলকাতা কর্পোরেশনের কর্মীরা। ভেঙে যাওয়া অংশ কলকাতা কর্পোরেশনের কর্মীরা খতিয়ে দেখছে। তবে এই ঘটনার যে কোন হতাহতের খবর না থাকলেও সাধারণ মানুষ কিন্তু সাময়িক সময়ের জন্য আতঙ্কিত হয়ে পড়ে ।
next post