সংবাদ কলকাতা, ২ আগস্ট: রাজ্যে সব্জি সহ দৈনন্দিন ব্যবহার্য দ্রব্যের দাম অগ্নিমূল্য। আলুর দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে এলেও এখনও দাম কমেনি। এই পরিস্থিতিকে সামাল দিতে রাজ্য সরকারের কোনও সদর্থক ভূমিকা নেই বলে দাবি বিরোধীদের। বিষয়টির প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিধানসভার অধিবেশনে সরব হল বিজেপি। মূলত সব্জি ও বিদ্যুতের দাম নিয়ে প্রতিবাদ জানায় বিজেপি। পাল্টা তোপ দেগে বিরোধীদের দাবিকে অস্বীকার করে তৃণমূল। ফলে স্লোগান ও পাল্টা স্লোগানে উত্তাল হয়ে ওঠে বিধানসভা। প্রতিবাদ দেখিয়ে ওয়াক আউট করে বিজেপি।