April 13, 2025
দেশ

দ্বিতীয়বার ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মানিক সাহা

আগরতলা, ৮ মার্চ: দ্বিতীয়বার ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিজেপি নেতা মানিক সাহা। আজ বুধবার আগরতলার বিবেকানন্দ ময়দানে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানিক সাহা ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে শপথ নেন আরএল নাথ, প্রাণজিৎ সিংহ রায়, সুশ্রী শান্তনা চাকমা, সুশান্ত চৌধুরী, টিঙ্কু রায়, বিকাশ দেববর্মা, সুধাংশু দাস ও শুক্লাচরণ নোয়াটিয়া।

হাইভোল্টেজ এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি-র সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।

Related posts

Leave a Comment